১৩নভেম্বর,শিলিগুড়িঃ
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউট পোস্টের পুলিশ বিধান মার্কেট এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার বাজি সহ গ্রেফতার করল একজনকে, পাশাপাশি সেবক রোডে অবৈধ ইনজেকশন নেশার সামগ্রীসহ একজনকে গ্রেফতার করা হয়, এছাড়াও গতকাল রবীন্দ্রনগর এলাকা থেকে নকল মদসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।