৪ নভেম্বর,
বহরমপুর, মুর্শিদাবাদঃ
কুঞ্জঘাটা ক্ষ্যাপা শিবতলা শ্রীশ্রী খ্যাপা কালী পূজো উপলক্ষে খুঁটি পুজো সুসম্পন্ন হলো।
সামনে দীপাবলি তার আগে সবারই মঙ্গল কামনার সাথে এই খুঁটিপুজো বলে জানালেন পুজো কমিটির সম্পাদক ভক্তি হালদার।
এদিনের এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন, দুর্গা বাহিনীর সদস্যারা, এই বছর এই পুজো তিন বছরে পদার্পণ করবে। এবারে এই পুজোর বিশেষ আকর্ষণ রামপ্রসাদের বেড়া বাঁধা।