২ফেব্রুয়ারি,কলকাতাঃ
T-20 ‘বিশ্বকাপ জয়ী’ U-19 দলের ২ সদস্যা – বাংলা তথা দেশের গর্ব তিতাস সাধু (Player of the Match) ও হৃষিতা বসু এবং বোলিং কোচ রাজাব দত্ত কলকাতায় ফেরেন। কলকাতা বিমানবন্দর-এ তাঁদের আজ স্বাগত জানান, মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। আর এক সদস্যা রিচা ঘোষ ‘বিশ্বকাপ’ খেলার জন্য সিনিয়ার দলের সঙ্গে যোগ দেন। তাই আজ তিনি কলকাতায় ফিরতে পারেননি। সবাই কলকাতায় ফিরলে রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের সম্বর্ধনা দেওয়া হবে।