২৭সেপ্টেম্বর, শিলিগুড়িঃ
প্রতিবছরের মতো এবছরও SSG Media- র উদ্যোগে এবং বাংলার বার্তা নিউজ পোর্টালের সহযোগিতা- আজ 27 সেপ্টেম্বর 2020 (রবিবার) বিকেল 4 টায় অনুষ্ঠিত হলো দোস্ত মেধাবী ছাত্র-ছাত্রী গুণীজন এবং করণা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শিলিগুড়ি বিধান মার্কেট গণপতি হোটেলের কনফারেন্স হলে সামাজিক দূরত্ব বজায় রেখে।
এদিনের এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন ও শিশু নিত্য শিল্পী “শ্রী” র ক্লাসিক্যাল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর স্বাগত ভাষণ দেন, SSG Media ও বাংলার বার্তা নিউজ পোর্টালের কর্ণধার সূর্যশেখর গাঙ্গুলী, তিনি তার ভাষণে উল্লেখ করেন যে এই জাতীয় সংবর্ধনা অনুষ্ঠান বিগত কয়েক বছর ধরে তিনি সকলের সাহায্য শুভকামনা নিয়ে করে আসছেন। এবছর করোনা মহামারী কবে লকডাউনের সময় তিনি দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দিয়েছেন বিভিন্ন প্রান্তে সামাজিক দূরত্ব পালন করে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে শিলিগুড়ি শহরের বিভিন্ন স্কুলের 15 জন ছাত্রছাত্রী এবং 15 জন গুণী ব্যক্তিত্ব কে সংবর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা দায়িত্বে ছিলেন দেবাশীষ ভট্টাচার্য।
এদিনের এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এসিপি রাজেন ছাত্রী, ভক্তিনগর ট্রাফিক গার্ড আইসি সুবীর কুমার দত্ত বিশেষ জরুরী মিটিং পড়ে যাওয়ায় আসতে না পারায়, ওনাদের হয়ে প্রতিনিধিত্ব করেন ভক্তি নগর ট্রাফিক গার্ডের OC রহমান বাবু, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সম্পাদক প্রমোদ গিরি ও অংশুমান চক্রবর্তী।