২৮নভেম্বর,শিলিগুড়িঃ
NJP স্টেশনে GRPS এর উদ্যোগে ও RPF এর সহোযোগীতায় এক নম্বর প্লাটফ্রমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগ্রহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জমা দেওয়া হবে বলে জানা যায়। এই রক্তদান শিবির এর মাধ্যমে আরো একবার প্রমান হলো পুলিশ মানুষের প্রকৃত বন্ধু, NJP GRPS এর আইসি অনুপম মজুমদার জানান, যে এই করোনা আবহে যে রক্তের সঙ্কট দেখা দিয়েছে তার অভাব মেটাতেই এই উদ্দ্যোগ। এই মহোৎ কাজে সকলকে এগিয়ে এসে রক্তদান করার আহ্বান জানান GRPS এর আইসি অনুপম মজুমদার।