NJP থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে ১২টি মোবাইল সমেত গ্রেপ্তার দুই ব্যাক্তি
৭অক্টোবর,শিলিগুড়িঃ
শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় একের পর এক মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল, তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানতে পারে একশ্রেণীর নেশাক্ত যুবকেরা এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা জড়িত, এরপর পুলিশ তাদের বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দের চিহ্নিত করণের কাজ শুরু করে, অবশেষে মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার তিন বাত্তি মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দুইজনকে।তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ১২টি মোবাইল।অভিযুক্তরা শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় চুরি এবং ছিনতাই এর সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের দুই ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হয়।