NJP টাউন ব্লক কংগ্রেস সেবাদল এর উদ্যোগে রক্তদান শিবির।

0
295

৪জুলাই,শিলিগুড়িঃ
জীবনদায়ী রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো NJP টাউন ব্লক কংগ্রেস সেবা দল। রবিবার শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্স এর উল্টো দিকে
হায়দার পাড়া মডেল স্কুলে NJP টাউন ব্লক কংগ্রেস সেবা দলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
সেবা দলের সভাপতি বিনয় কুমার ওঝা জানান, সংগৃহীত রক্ত তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here