IOCL ও দার্জিলিং অটো সার্ভিস এর যৌথ উদ্যোগে পুজো উপলক্ষে গ্রাহকদের জন্য উপহার।

0
478

IOCLও দার্জিলিং অটো সার্ভিস এর যৌথ উদ্যোগে পুজো উপহার থাকছে।

২১অক্টোবর,শিলিগুড়ি:
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ও দার্জিলিং অটো সার্ভিস এর যৌথ উদ্যোগে আজ জংশন এলাকায় দার্জিলিং অটো সার্ভিস পেট্রোল পাম্প সমস্ত গ্রাহকদের পেট্রোল এবং ডিজেলের ভর্তি হয়েছেন তাদেরকে পুজো উপহার ও সচেতনতা রক্ষার কারণে ছোট গাড়ির ক্ষেত্রে প্রত্যেকের হাতে মাক্স তুলে দেওয়া হয় এবং বড় গাড়ির ক্ষেত্রে মাছ এবং একটি করে সাবান তুলে দেওয়া হয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে সমিত দাস জানান, পুজোর চার দিন পেট্রলপাম গ্রাহকদের জন্য খোলা থাকবে এবং পুজো উপলক্ষে প্রত্যেক গ্রাহকদের জন্য মাক্স ও সাবান উপহারস্বরূপ থাকছে। সমিত বাবু আরোও জানান, গ্রাহকদের জন্য পেট্রোল পাম্প এর মধ্যে একটি আলাদা জায়গায় সুসজ্জিত সুন্দর একটি মা দুর্গার মডেল বানিয়ে সেলফি পয়েন্ট করা হয়েছে, ইচ্ছে করলে সকলেই সেখানে মা দুর্গার মূর্তির সঙ্গে সেলফি তুলতে পারবেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে সমিত দাস ও দিলীপ যাদব। দার্জিলিং অটো সার্ভিস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সঞ্জীব বোস, সুজিত বোস ও শুভম সেনগুপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here