Biryani by Kilo(BBK) শিলিগুড়িতে শুভ উদ্বোধন হল।

0
293

Biryani by Kilo (BBK)
শুভ উদ্বোধন হলো।
———————————
২৭সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
বিরিয়ানির জগতে এক প্রসিদ্ধ নাম Biryani by Kilo (BBK) আজ এই সংস্থার শিলিগুড়ির প্রণামী মন্দির রোড এর শুভ উদ্বোধন হবে শিলিগুড়িতে এই সংস্থার প্রথম আউটলেট বলে জানা যায় সংস্থার পক্ষ থেকে। তারা জানান এই সংস্থার সারা ভারতবর্ষে
৫৭ টির বেশি আউটলেট রয়েছে। সুসজ্জিত এই শোরুমে পুজোর আগে জিভে জল আনা হান্ডি বিরিয়ানি, সঙ্গে আরও ভেজ, ননভেজ আইটেম সহ মন মাতানো খাবারের সম্ভার নিয়ে হাজির এই সংস্থা ভোজনরসিকদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here