Best Innovative Award in Mathematics সম্মানে সম্মানিত হলেন শিক্ষক স্বপনেন্দু নন্দী।
————————————-
২১নভেম্বর,শিলিগুড়িঃ
সমাজে মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। আর শিক্ষক যদি কোন সম্মানে সম্মানিত হন তাহলে ছাত্র-ছাত্রীরা খুশি তো হবেই, এছাড়াও সমাজের কাছে একটা শিক্ষক সমাজের পক্ষ থেকে ভালো বার্তা পৌঁছায়। শিলিগুড়ি হায়দার পাড়া বুদ্ধভারতী হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী “Magic Book of Record ” এর পক্ষ থেকে পুরস্কৃত হলেন,
“Best Innovative Award in Mathematics”।
1992 সাল থেকে শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গণিত জনপ্রিয় করণের কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের “আঙ্কিক কর্নার” এর দায়িত্বও দীর্ঘদিন ধরে পালন করে চলেছেন শিক্ষক স্বপনেন্দু নন্দী। তিনি এই সম্মান পাওয়ার পর আপ্লুত এবং খুশি। তিনি জানান, জীবনে যতদিন বেঁচে থাকবেন তিনি নিজের অর্জিত শিক্ষা তার সন্তান তুলল ছাত্র-ছাত্রীদের দিয়ে যেতে চান।
“বাংলার বার্তা নিউজ” এর পক্ষ থেকে শিক্ষক স্বপনেন্দু নন্দী মহাশয় এর জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
Home জেনারেল নিউজ Best Innovative Award in Mathematics সম্মানে সম্মানিত হলেন শিক্ষক স্বপনেন্দু নন্দী।