১৩ডিসেম্বর,শিলিগুড়িঃ
Allen Career Institute now in Siliguri, শিলিগুড়ি সেবক রোডে একটি বেসরকারি হোটেলে আজ শুভ সূচনা হলো “Allen Career Institute” সংস্থার। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, Ravi Gandhi, IG BSF, North Bengal Frontier, Siliguri, ইনস্টিটিউটের পক্ষে Vijay Soni সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা।