১অক্টোবর,শিলিগুড়িঃ
বাঙালি শেষ্ঠ উৎসব দুর্গাপূজো আর এবছর করোনা মহামারীর কারণে সমস্ত পুজোই মলিন হয়ে পড়েছে, এরইমধ্যে আজ শিলিগুড়ির রবীন্দ্র সংগীত দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পুজো ক্লাব প্রাঙ্গণে সুসম্পন্ন হলো। এবছর রবীন্দ্র সংঘের দুর্গাপুজো 68 তম বর্ষে পদার্পণ করবে।
Home জেনারেল নিউজ দুর্গাপূজা উপলক্ষে শিলিগুড়ি রবীন্দ্র সংঘের ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজো সম্পন্ন হল।