দীঘায় অত্যাধুনিক ইলেকট্রিক চুল্লি নির্মাণ হল।

0
330

৩০সেপ্টেম্বর,
দীঘা,আশীষ কুমার দুবেঃ

প্রায় চার কোটি টাকা ব্যয়ে দিঘাতে তৈরী হলো ইলেকট্রিক চুল্লি। আছে অত্যাধুনিক যন্ত্র পাতি। একসাথে চার জন মৃতদেহকে দাহ করা যাবে।
দাহ করার খরচও সাধারণ খরচ থেকে অনেক কম,
মাত্র পনেরেশো টাকা দাহ করার খরচ পড়বে বলে জানা যায়।
যেভাবে দিঘা সমুদ্র এলাকায় ঝাউবনে দাহ করা হতো তাতে দিঘা টুরিস্ট পর্যটন কেন্দ্র হোয়াই যেমন পরিবেশ দূষণ হতো, তেমনি জঙ্গলে তৈরী হতো ধোয়া, ইলেকট্রিক চুল্লি হোয়াই এলাকার মানুষ জন খুশি। তাদের কথায় পরিবেশ যেমন দূষণ হবে না, ঠিক তেমনি বৃষ্টির সময় ভিজে মৃতদেহ দাহ করানো ছিল খুব কষ্টের।
দিঘার এলাকা বাসি খুশি অত্যাধুনিক চুল্লি দিঘা মোহনার রাস্তায় গড়ে উঠায়।এবং এটি দিঘা উন্নয়ন পর্ষদ দ্বারা তৈরী হোয়াই, দীঘা উন্নয়ন পর্ষদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি কৃতজ্ঞাতা ব্যক্ত করেছেন দীঘা বাসী।
(দীঘা থেকে আশীষ কুমার দুবের রিপোর্ট)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here