৮সেপ্টেম্বর,আলিপুরদুয়ার :
জানা যায় গতকাল রাতে জয়গাঁ,কালচিনি,বীরপাড়া আবগারি দফতরের তরফে বিচ বাগানে অভিযান চালান হয়।সেখান থেকে ১৮ কার্টন অবৈধ মদ উদ্ধার হয়।মদ উদ্ধারের পর অভিযুক্ত পাথর ছুড়ে মদ নষ্ট করার চেষ্টা শুরু করে।উদ্ধারকৃত মদ রক্ষা করতে গিয়ে আহত হন এক কর্মী।নাম তার অরূপ কুমার দাস।তাকে সেখান থেকে মাদারিহাট হাসপাতালে পাঠানো হয় বলে জানান আবগারি আধিকারিক সন্দীপ দে।গ্রেফতার করা হয় অভিযুক্তকে।এই অভিযুক্তের নাম পান্ডু প্রধান।