শিলিগুড়ি ইস্কন মন্দির আজ থেকে শুরু হলো চন্দন যাত্রা।

0
125

শিলিগুড়ি ইসকন মন্দিরে আজ থেকে শুরু হলো চন্দন যাত্রা।

২৩এপ্রিল,শিলিগুড়ি:
শুভ অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা, আজকে থেকে শুরু হলো চন্দন যাত্রা যা চলবে ২১ দিন পযন্ত, রাধা মাধব সুন্দরকে প্রতিদিন চন্দন লেপন দেওয়া হবে। প্রতি রবিবার নৌকা বিহার করানো হবে। এই সময় অতধিক গরমের কারণে রাধা কৃষ্ণের মস্তকে চন্দন লেপন দেওয়া হয় বলে জানান, শিলিগুড়ি ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here