বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজন।

0
194

২ডিসেম্বর,মালদা, চাঁচলঃ
শুক্রবার মালদার চাঁচলে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা ছড়ালো। সারের কালোবাজারির অভিযোগ তুলে এরই প্রতিবাদে এদিন সকালে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে বিজেপি৷ চাঁচল মহকুমা শাসকের দপ্তরের সামনে তাদের মিছিল যাওয়ার কথা ছিল। অভিযোগ, সেই মিছিল বের করতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ৷ এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মহকুমা শাসকের দপ্তরের ঠিক পাশেই চাঁচল কলেজ। অভিযোগ, এদিন চাঁচল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল আরওই জায়গাতেই দুদলের মধ্যে বাঁধে উত্তেজনা,খবর পেয়ে চাঁচল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্ররোচনাতেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে শাসকদলের দাবি, বিজেপির মিছিল থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের উপর হামলা করা হয়েছে। এই বিষয়ে দুই রাজনৈতিক ব্যক্তির বক্তব্য শুনে নেওয়া যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here