মাধ্যমিকে শিলিগুড়ির মেয়ে
জুনাইনা পারভীন রাজ্যের মধ্যে অষ্টম স্থান।
———————-
৩মে,শিলিগুড়িঃ
এবারে মাধ্যমিক পরীক্ষায় দার্জিলিং জেলার শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের কুমারটুলি দুর্গানগর কলোনির বাসিন্দা বাবা জাকির হোসেন এবং মা লিপি বানু’র একমাত্র কন্যা জুনাইয়া পারভীন রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সকলের নজর কাড়লো। জুনাইয়া পারভীন এর মাধ্যমিকে সম্ভাব্য নম্বর 686, এই খুশির খবর পেয়ে শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বিবেক সিং তার বাড়িতে এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা জানান জুনাইয়া পারভীন।