শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ রাজ্য সম্পাদক পদের দায়িত্ব পাওয়ার পর কলকাতা থেকে আজ রেলপথে এনজেপি স্টেশনে এসে নামেন।

0
329

২৪ডিসেম্বর,শিলিগুড়িঃ
শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি রাজ্য কমিটির সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন।
বিজেপি রাজ্য সম্পাদক পদের দায়িত্ব পাওয়ার পর কলকাতা থেকে শুক্রবার শিলিগুড়ি ফিরতেই নিউ জলপাইগুড়ি স্টেশনে দলের কর্মী ও সমর্থকেরা রাজ্য নেতাকে স্বাগত জানাতে হাজির হন। স্টেশনে ট্রেন থেকে নামতে না নামতেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে খাদা ও ফুলের তোড়া তুলে দেন দলের কর্মীরা। আগামী ২২ জানুয়ারী পুর নির্বাচন প্রসঙ্গে কলকাতা পুর নির্বাচনে ভোট লুঠ হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন। শঙ্কর ঘোষ জানান শিলিগুড়ি পুর নির্বাচনের জন্য দল তৈরী,
পাশাপাশি শিলিগুড়ি পৌরসভা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে শিলিগুড়ি পৌরসভা নিজেদের দখলে রাখবে বিজেপি বলে আশা প্রকাশ করেন শংকর ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here