৬সেপ্টেম্বর,তারাপীঠঃ
আজ ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা। প্রত্যেক বছর অমাবস্যার দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে বীরভূমের তারাপীঠ মন্দিরে। কিন্তু এবছর করোনা অতিমারির কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি এবং প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির বন্ধ রাখার। কিন্তু আজ এই কৌশিকী অমাবস্যার দিন রীতি মেনে মায়ের পূজা অর্চনা করা হয় ভোরবেলায়, মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি দিয়ে শুরু করে মাকে শীতল ভোগ নিবেদন করা হয়, তারপরে দুপুরবেলা পঞ্চ ব্যঞ্জন সহকারে খিচুড়ি পোলাও মাছ মাংস নানান রকম ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয়, এবং সন্ধ্যারতির পর পুনরায় মাকে শীতল ভোগ নিবেদন করা হয়।