৬আগস্ট,শিলিগুড়িঃ
ফের অবৈধ চোরাই কাঠ উদ্ধার করল বন বিভাগ। বৃহস্পতিবার রাতে বেলাকোবার মানতাদারির কাছে অভিযান চালায় বনদপ্তর। নেতৃত্ব দেন সারুগাড়া এম পি পি-১ রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জানা গেছে ওদলা বাড়ির দিক থেকে পিকআপ ভ্যানে করে শাল কাঠ নিয়ে যাচ্ছিল শিলিগুড়ি মেডিকেল মোড়ের কাছে।
তার আগেই বনদপ্তর এর একটি দল হাজির হয় বেলাকোবার মানতাদারী। সেখানে সন্দেহভাজন নতুন পিকআপ ভ্যানটি আটক করা হয়। চোরাই কাঠ ভর্তি গাড়ির উপরে তুশের বস্তা, পুরো তিরপল দিয়ে ঢাকা, আর তার মধ্যেই পাওয়া যায় এই চোরাই কাঠ। কর্মীরা জানিয়েছেন, ১০ টি লগে আনুমানিক এই শাল কাঠের দাম পাঁচ লক্ষ টাকা। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম অভিজিৎ দে সরকার, অন্যজনের নাম চার্জার কুজুর। দুজনের বাড়ি খড়িবাড়ি এলাকায়।