আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার উদ্যোগ নিল 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে।

0
661

আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার উদ্যোগ 40 নম্বর কাউনসিলার অফিস থেকে।
———————————
২৯জুলাই,শিলিগুড়িঃ
বিভিন্ন রেশন দোকানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাবার জন্য এই করোনা কালে যে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই হুড়োহুড়ি এবং ভিড় সাধারণ মানুষ যেন এড়াতে পারেন সেই কারণে শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সত্যজিৎ অধিকারী ‘র তত্ত্বাবধানে কাউন্সিলর অফিস থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সত্যজিৎ বাবু জানান, এই কর্মসূচি আমাদের এখানে প্রতিদিন সকাল 10 টা থেকে দুপুর 2 টা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here