রথখোলা নবীন সংঘের
পরিচালনায় রক্তদান শিবির।
——————————–
২৫জুলাই,শিলিগুড়িঃ
রথখোলা নবীন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা বর্ষে ক্লাবের সমস্ত প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে রবিবার রথখোলা নবীন সংঘ ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবির এর শুভ উদ্বোধন করেন ক্লাব সভাপতি সুকুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন নবীন সংঘের পদাধিকারী গন ও সদস্যবৃন্দরা। এই বিষয়ে নবীন সংঘের পক্ষে তারক সরকার কি জানালেন শুনে নেওয়া যাক।