হায়দার পাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলের ছাত্র প্রশান্ত পাল দারিদ্রতার সঙ্গে লড়াই করে 634 নম্বর মাধ্যমিকে পেয়ে নিজের স্কুলের মধ্যে প্রথম স্থান অর্জন করল।

0
1041

২০জুলাই,শিলিগুড়িঃ
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আজ ফলাফল ঘোষণার পর শিলিগুড়ি হায়দার পাড়া বুদ্ধ ভারতী হাই স্কুলের ছাত্র প্রশান্ত পাল 634 নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হায়দার পাড়া শিবরাম পল্লীর বাসিন্দা গৌতম পালের একমাত্র সন্তান প্রশান্ত। বাবা শিলিগুড়ি হায়দার পাড়ায় একটি ছোট চায়ের দোকান চালিয়ে ছেলেকে পড়ালেখা চালাচ্ছেন। অভাবের সংসারে ছেলে প্রশান্তকে এখন একটি
মোটরসাইকেল গ্যারেজ এর কাজে ঢুকিয়েছেন বাবা। প্রশান্তর ফলাফলে খুশি স্কুলের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী। খবর পেয়ে স্কুলে চলে আসেন সমাজসেবক মদন ভট্টাচার্য, তিনি ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি মদন বাবু জানান, দারিদ্রতা ওর বাধা হয়ে দাঁড়াবে না, লেখাপড়া এবং খেলাধুলার বিষয়ে আমি ওর পাশে থাকার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here