Uncategorized নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী পালন শিলিগুড়িতে। By Banglar Barta News - January 23, 2021 0 291 Share Facebook Twitter Pinterest WhatsApp ২৩জানুয়ারি,শিলিগুড়িঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী পালিত হল শিলিগুড়িতে। শিলিগুড়ি নেতাজি মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতাজির মূর্তিতে ফুল ও মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।