৬জানুয়ারি,শিলিগুড়িঃ
অবশেষে শিলিগুড়ির চিল্ড্রেন পার্কে বর্ণ পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মাথার উপর শেড লাগানো হলো।
শিলিগুড়ি কর্পোরেশন এর পক্ষ থেকে এই শেড লাগানো হয়। এর আগে বাংলার বার্তা নিউজ এর মাধ্যমে আমরা খবর করেছিলাম বর্ণপরিচয় এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথার উপর শেড না থাকার কারণে কাকপাখী মলত্যাগ করায় মূর্তিটি নোংরা অবস্থায় অবহেলায় থাকতো। গতকাল এই শেড লাগানোর পর আজ শিলিগুড়ি চিলড্রেন পার্ক ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক জীবন বিশ্বাস কি জানান, মূর্তির মাথার উপর শেড লাগানোয় তারা খুশি, তবে পাশাপাশি এটাও জানালেন, মাথার উপর শেডটি আরেকটু বড় হলে ভালো হতো তুলনামূলকভাবে বড্ড ছোট হয়ে গেছে। তিনি কি বললেন শুনে নেওয়া যাক।