১৯নভেম্বর,শিলিগুড়ি:
রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এর সহযোগিতায় ও শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারী তত্ত্বাবধানে 40 নম্বর তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আজ ছট পূজা পূণ্যার্থীদের মধ্যে প্রায় ২৫০ জনের হাতে পূজার প্রসাদ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্যটনমন্ত্রীর আপ্তসহায়ক অংশু রায়, 38 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর দুলাল দত্ত 40 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারী সহ অন্যান্য ব্যক্তিরা।
Home পলিটিক্যাল নিউজ শিলিগুড়ি 40 নম্বর তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ছট্ পুণ্যার্থীদের হাতে...