৬সেপ্টেম্বর,শিলিগুড়ি:
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির বিদ্যা চক্র কলোনি এলাকাতে অভিযান চালিয়ে দুজনকে অবৈধ কাফ সিরাপ ও নেশার ইনজেকশন সহ গ্রেপ্তার করল SOG ও ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম শম্পা মুনি ও সমীর চন্দ রায়, তারা দুজনেই বিদ্যাচক্র কলোনির বাসিন্দা। তাদের থেকে উদ্ধার হয়েছে ১৫ বোতল অবৈধ কাফ সিরাপ ও ৬৬ পিস নেশার ইনজেকশন। বুধবার দুপুরে চলে এই অভিযান।