১৭মে,শিলিগুড়ি:
দুইটি বাস বোঝাই করে নিজের ওয়ার্ডের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তীর্থভ্রমণে বেরলেন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর। মোট ১৪০ জন প্রবীণকে নিয়ে মায়াপুর-নবদ্বীপ ঘুরে ফিরবেন ২১ মে। এই ৫ দিনে ১৪০ জনের থাকা খাওয়া থেকে যা কিছু প্রয়োজন তা সমস্ত মেটাবেন কাউন্সিলর। তিনিই সমস্ত খরচ বহন করবেন। শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলরের নাম রঞ্জন শীল শর্মা।
রঞ্জন বাবু জানান,‘আমার ওয়ার্ডে গরিব মানুষের সংখ্যাই বেশি। এদের অনেকেরই ইচ্ছে শেষ জীবনে তীর্থ দর্শন করার। কিন্তু সেটা সম্ভব হয়না অর্থের অভাবে। তাই আমি চেষ্টা করি যাতে অন্তত কিছু মানুষের শেষ জীবনের ইচ্ছে পূরণ করা যায়। তাই এই তীর্থ ভ্রমণের আয়োজন।’ কাউন্সিলর জানান,‘আমরা দুই বাসে তীর্থযাত্রীদের তুলে সকলকে একটা করে ব্যাগ উপহার দেব। সেই ব্যাগে আগামী ৫ দিনের প্রয়োজনীয় সামগ্রী থাকবে। পথে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমরাই করব। উনাদের শুধু পরনের এক সেট কাপড় নিলেই কাজ শেষ।’ কাউন্সিলর দপ্তর থেকে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের সঙ্গে ডাক্তার নার্স ওষুধ সবই নিয়ে যাওয়া হবে। ফিরে আসার পর প্রত্যেকের হাতে বাঁধাই করা জগন্নাথ দেবের ছবি দেওয়া হবে।