২১মার্চ,শিলিগুড়িঃ
শিলিগুড়ি ইসকন মন্দিরের পক্ষ থেকে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব কে শিলিগুড়ি ইসকন মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বজ সংবর্ধিত করা হলো, ইসকন প্রতিষ্ঠাতা আচার্যের 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকার দ্বারা প্রকাশিত মুদ্রা এবং AC Bhaktivedanta Swami prabhupader জীবনী উপহার তুলে দেওয়া হয়।