বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকার ঘটনা, আজ সকালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর,
খবর দেওয়া হয় পুলিশে, মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ।
মৃতদের নাম অনুপ বর্মণ (33), উলুবালা বর্মণ (60), মল্লিকা বর্মণ(26),বিউটি বর্মণ (10) ও স্নিগ্ধা বর্মণ (6)
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিবারের বাকি সদস্যদের খুন করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অনুপ বর্মণ। অনুপ বর্মণ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানা যায়, চিকিৎসার খরচ চালাতে জমি বিক্রি করতে হয়েছে, পরে আর খরচ জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না, এইসব কারনেই হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তবে ঘটনাটি সঠিক কারণ কি খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।