২৫জানুয়ারি,শিলিগুড়িঃ
চলতি মাসের 14 তারিখ ডাবগ্রাম এক নম্বর শিবনগর এলাকার বাসিন্দা নিরঞ্জন রায় হাতির আক্রমণের পদপিষ্ট হয়ে মারা যান। দিন এনে দিন খাওয়া পরিবারটি খুবই গরিব। আজ সেই পরিবারটির বাড়ি দেখা করতে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, তৃণমূল নেতা দেবাশীষ প্রামানিক সহ পঞ্চায়েত এর অন্যান্য ব্যক্তিরা।