হংকং মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির।

0
413

হংকং মার্কেট ব্যবসায়ী
সমিতির উদ্যোগে রক্তদান শিবির।
————————————
১৭আগস্ট,শিলিগুড়িঃ
প্রতিবছরের মতো এবছরও শিলিগুড়ি হংকং মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং তেরাই লায়ন্স ব্লাড সেন্টারের সহযোগিতায় প্রয়াত পরিতোষ সাহা ‘র স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছর 15 ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হলেও এবছর স্বাধীনতা দিবসের দিন রবিবার পড়ে যাওয়ায় এবং অতিমারির কারণে প্রশাসনের পক্ষ থেকে সাপ্তাহিক মার্কেট বন্ধ রাখার দিন রবিবার করায়, সেই কারণেই এ বছর 17 আগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত শিলিগুড়িতে তেরাই লায়ন্স ব্লাড সেন্টারে পাঠানো হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here