১৪মে,শিলিগুড়িঃ
করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে পালিত হলো পবিত্র ইদের নামাজ।
করোনা মহামারীর এই সময় কালে সরকারি বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে শিলিগুড়ি আশরফ নগর মসজিদে পবিত্র ঈদের নামাজ পড়া হলো। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন শিলিগুড়ির এই মসজিদে ইদের নামাজ পাঠ করা হয়।
করোনা মহামারীকালে নামাজ পড়ার পর আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনার করা হয়।
পাশাপাশি এদিন ইদ উপলক্ষে আসরফ নগরের মুসলিম সম্প্রদায় বাসিন্দারা দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন।