১৯জানুয়ারি,শিলিগুড়িঃ
বৃহস্পতিবার সিপিআই দার্জিলিং জেলা পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ির দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৮ই ফেব্রুয়ারি ( বুধবার ) ৫ দফা দাবির ভিত্তিতে সিপিআই দার্জিলিং জেলা পরিষদের ডাকে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের তল থেকে সুভাষপল্লী হাতিমোড় পর্যন্ত একটি মিছিল এবং সমাবেশের ডাক দেওয়া হয়েছে । এই সমাবেশে রাজ্য নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব উপস্থিত থাকবন। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ বসুর জন্মদিনে, যথাযোগ্য শ্রদ্ধা অর্পণ করা হবে। আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে বাঁচানোর ডাক দিয়ে রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী সিপিআই তার জেলা দপ্তরের সামনে কর্মসূচি পালন করবে। আগামী ৩০ শে জানুয়ারি গান্ধীজীর মৃত্যু দিবসে শিলিগুড়ি গান্ধী ময়দানে সিপিআই এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। আগামী ৮ই ফেব্রুয়ারি মিছিল এবং সমাবেশ কে কেন্দ্র করে দশ হাজার মানুষের কাছে সিপিআই দলের পক্ষ থেকে পৌঁছানো হবে। তাদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনে দেশে এবং রাজ্যে বাম ও গণতান্ত্রিক শক্তিকে প্রসারিত করবার আহ্বান জানানো হবে এবং একই সাথে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি গুলোর ঐক্যকে শক্তিশালী করবার ডাক দেওয়া হচ্ছে । ভয়ংকর এই ফ্যাসিবাদ শক্তি বিজেপিকে পরাস্ত করতে গেলে দেশের সকল বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্যকে মজবুত না করলে দেশ রক্ষা করা যাবে না । দেশের ঐক্য এবং সংহতিকে মজবুত করতে পারলেই আমরা সাধারণ মানুষকে উন্নয়ন এবং অর্থনৈতিক ভিত কে মজবুত করতে পারা যাবে। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির দার্জিলিং জেলা পরিষদের সম্পাদক- অনিমেষ ব্যানার্জি, সহ-সম্পাদক- লছমি মাহাতো , পার্থ মৈত্র শ্যামসুন্দর দাস, গনেশ দে, হরি ব্যানার্জি, আসু সরকার প্রমূখ।