শিলিগুড়িতেও পালিত হল স্বামীজির ১৬১তম জন্মজয়ন্তী
১২জানুয়ারি,শিলিগুড়িঃ
স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম জয়ন্তী পালন হল সারা দেশের সাথে শিলিগুড়িতেও।
এদিন সকালে শিলিগুড়ির স্বামীজি মোড়ে স্বামী বিবেকানন্দের নবনির্মিত পূর্ণায়াব মূর্তির শুভ উন্মোচন করেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন, প্রধান নগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ, বিভিন্ন ওয়ার্ডের মেয়র পারিষদ ও কাউন্সিলররা যেমন মানিক দে, পিংকি সাহা, গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।