শ্রী শ্রী মা সারদামণির আজ ১৭০ তম শুভ জন্মতিথ।

0
185

শ্রী শ্রী মা সারদামনির

আজ ১৭০তম শুভ জন্মতিথি।

১৫ডিসেম্বরঃ
শ্রী শ্রী মা সারদামনির শুভদিন বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর ১৮৫৩ সাল। বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্ৰামে রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান হয়ে জন্মগ্রহণ করেন মা সারদা মনি।
মাত্র ছয় বৎসর বয়সে চব্বিশ বছরের যুবক শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর বিবাহ হয়।
১৮৭২ সালের ৫ই জুন ফলহারিনী কালীপুজোর দিন শ্রীরামকৃষ্ণ কতৃক ষোড়শী রুপে পূজিতা হন।
১৮৮২সালে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের সেবার করার ভার নিতে পুনরায় দক্ষিণেশ্বর ফিরে আসেন জয়রামবাটি হইতে।
এই সময়কালে মা সারদামণি শ্রীরামকৃষ্ণ এর কাছ থেকে আদর্শ জীবন যাপনের শিক্ষা লাভ করেন, শ্রীরামকৃষ্ণের কঠিন অসুখের সময় মা তাঁর সাথে শ্যামপুকুরবাটী ও কাশীপুর উদ্যানবাটীতে থেকে তাঁর সেবাকাজে নিযুক্ত থাকেন,
শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর তিনি তীর্থদর্শনাদি ও তপস্যায় রত থাকেন, বিভিন্ন সময়ে কামারপুকুর, জয়রামবাটি, কলকাতা, ঘুষুড়ী, বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানবাড়ি,
প্রভৃতি স্থানে বাস করতে বাধ্য হন। শেষে কয়েক বৎসর বাগবাজার ১নং লেনের উদ্বোধন বাড়িতে (মায়ের বাড়ি) তে থাকতেন এবং ঐ বাড়িতেই ১৯২০ সালের ২১শে জুলাই তাঁর মহাসমাধি হয়। সঙ্ঘমাতারূপে তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্ঘকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে গেছেন আমৃত্যু পর্যন্ত। তিনি নিজেকে সকলের কাছে সর্বজনগ্ৰাহ্য মা হয়ে উঠতে পেরে জগৎমাতায় ভূষিত ও পূজিত।
সর্বশেষে এখন তাঁর জন্মতিথি ধরে বিশ্বের ভক্তকুল তাঁকে স্মরণ করে অন্তরের শ্রদ্ধা ভালবাসা ভক্তির সাথে আর তাঁর কৃপা ভিক্ষা করে নিজেদের জীবনকে ধন্য করেন সকল মায়ের ভক্তগণেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here