৩ফেব্রুয়ারি,শিলিগুড়িঃ
শ্রমিক বিক্ষোভ কে কেন্দ্র করে শিলিগুড়িতে রণক্ষেত্র চেহারা।
———————————-
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরেই কিপার কে একটি বেসরকারি সংস্থার নিয়োগ সংক্রান্ত নিয়ে মত বিরোধ চলছিল, বৃহস্পতিবার সকালে সেই বেসরকারি সংস্থার সামনে বিক্ষোভ দেখাতে আইএনটিটিইউসি-র সমর্থকরা জড়ো হন, বিক্ষোভকারীদের দাবি কর্মী নিয়োগের ক্ষেত্রে সবার আগে স্থানীয় ব্যক্তিদের সুযোগ দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ জানান একটি নির্দিষ্ট গাইডলাইন ফলো করে নিয়োগ প্রক্রিয়া হবে, বিক্ষোভকারীদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় বসতে রাজি হলো তাতে কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা এরপর ওই সংস্থার অফিসে ঢুকে চলে ভাঙচুর কিছুক্ষণের মধ্যে ধুন্ধুমার কান্ড বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে।