১১ডিসেম্বর,শিলিগুড়িঃ
হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত তার সহধর্মিনী এবং ভারতীয় 11 জন জওয়ান মোট ১৩ জন প্রাণ হারান। আজ শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির পক্ষ থেকে প্রয়াত ব্যক্তিদের প্রতি ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে একটি মৌন মিছিল বের করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ডের প্রাক্তন কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারী সহ ওয়ার্ড কমিটির সদস্য সদস্যা এবং সাধারণ মানুষ। সকলেই ফুলো ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।