১৬অক্টোবর,দীঘা,
আশীষ কুমার দুবেঃ
শুভেন্দু অধিকারী কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি সুস্থ হয়ে ওঠায় তার অনুগামীরা নানা স্লোগান এর মাধ্যমে শুভেন্দু অধিকারীর নামে জয় ধ্বনি তুলে দীঘা জুড়ে এক মহা মিছিল করলো। “আমরা দাদার অনুগামী” নামে সমর্থকদের পক্ষ থেকে এই মহা মিছিল। শুভেন্দু বাবু করোনা তে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে এবং এখন তিনি পুরোপুরি সুস্থ। তাই সেই খুশিতে অনুগামীদের খুশির আনন্দের এই মিছিল।
(দীঘা থেকে আশীষ কুমার দুবের রিপোর্ট)