২১আগস্ট,শিলিগুড়িঃ
শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর ৬ জন নব নিযুক্ত সদস্য/সদস্যা শ্রীমতি শ্রাবণী দত্ত, শ্রী স্বপন দাস, শ্রী মানিক দে, শ্রী রামভজন মাহাতো, শ্রী কমল আগরওয়াল এবং শ্রী দেবপ্রিয় সেনগুপ্ত আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন। শিলিগুড়ি কর্পোরেশন এর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন।
Home পলিটিক্যাল নিউজ শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর ৬ জন নব নিযুক্ত সদস্য/সদস্যা শ্রীমতি শ্রাবণী...