১৬অক্টোবর,শিলিগুড়ি:
শিলিগুড়ি শহরের ঐতিহ্যবাহী ক্লাব YMA এর ক্লাব সংলগ্ন মাঠের সংস্কারের দাবি জানানো হয়েছিল SJDA এর কাছে। আজ SJDA ভাইস চেয়ারম্যান নান্টু পাল সেখানে গিয়ে পরিদর্শন করে জানান পুজোর পর ওই মাঠের সংস্কারের কাজ শুরু হবে। কি বললেন নান্টু বাবু শুনে নেওয়া যাক।