২৩সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
শিলিগুড়ি 40 নম্বর তৃণমূল ওয়ার্ড কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার শিলিগুড়ি বুদ্ধ ভারতী হাইস্কুলে বিনামূল্যে ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই ভ্যাকসিন শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কর্পোরেশন এর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দরা। এদিন ভ্যাকসিন কেন্দ্রে
যে সমস্ত ব্যক্তিরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কাছে কুপন থাকা সত্বেও ভ্যাকসিন না পাওয়ায় তাদের অভিযোগ, যাদের কাছে কুপন নেই তারা এসে ভ্যাকসিন নিয়ে চলে যাচ্ছেন অবলীলায়।
এই বিষয় গৌতম দেব ভ্যাকসিন কেন্দ্রের পৌঁছোলে ভ্যাকসিন না পাওয়া ব্যক্তিরা ক্ষোভ উগরে দেন তাকে ঘিরে। এরপর গৌতম দেব ক্ষুব্দ সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানান, সকলে ভ্যাকসিন পাবেন এবং সুশৃংখলভাবে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।