শিলিগুড়ি 40 নম্বরওয়ার্ডে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
———————————-
৩১জুলাই,শিলিগুড়িঃ
“যোগদান মেলার পর্ব
দিদি বাংলার গর্ব”
এই শ্লোগানকে সামনে রেখে শনিবার শিলিগুড়ি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র পল্লী জলের ট্যাঙ্কের কাছে একটি যোগদান পর্ব অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দল থেকে প্রায় 200 পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদান কারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন, শিলিগুড়ি কর্পোরেশন এর প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার, টাউন তিন নম্বর ব্লক সভাপতি দুলাল দত্ত, নিখিল সাহানি, মুন্না প্রসাদ ও স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সত্যজিৎ অধিকারী সহ অন্যান্যরা।
Home পলিটিক্যাল নিউজ শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে বিভিন্ন দল থেকে প্রায় 200 পরিবার তৃণমূল কংগ্রেসে...