২৯জানুয়ারি,শিলিগুড়িঃ
শিলিগুড়ি হটিকালচার
সোসাইটি পরিচালনা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে ৩৭ তম ফুল মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৪ঠা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে এই ফুল মেলা, প্রতিদিন মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। ফুল মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পাঁচদিন ব্যাপী চলা এই মেলায় থাকছে নানা ধরনের ফুল ও সবজির সম্ভার, পাশাপাশি এই মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই বিষয় নিয়ে আজকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, সোসাইটির সভাপতি ও সম্পাদক নান্টু পাল এবং প্রশান্ত সেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দিলীপ দাস, সিদ্ধার্থ, এস দাস, তমাল মজুমদার, বাপি পাল, তাপস রাহা, সঞ্জয় পাল, অরূপ ঘোষ প্রমুখ।