২৮মে,শিলিগুড়িঃ
রাজ্য সরকারের উৎসর্গ প্রকল্পের শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি টাউন আউট পোস্টের তরফে। শনিবার শিলিগুড়ি সেবক রোডে ইন্টারন্যাশনাল মার্কেট কমপ্লেক্সে এর ভেতরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে রক্ত দান করেন পুলিশ কর্মী সহ স্থানীয় এলাকার মানুষ জনেরাও,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে উৎসর্গ প্রকল্পে পুলিশের তরফে বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মার নির্দেশে এক সপ্তাহব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিন এই শিবির থেকে সংগৃহীত রক্ত গুলিকে পাঠানো হয় শিলিগুড়ি একটি বেসরকারি ব্লাড ব্যাংকে, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিসিপি জয় টুডু(IPS), পানিট্যাঙ্কি টাউন আউটপোস্ট এর ওসি সুদীপ কুমার দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
Home জেনারেল নিউজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি টাউন আউটপোস্ট এর তরফে রক্তদান শিবিরের আয়োজন।