শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের সাফল্য।

0
337

২নভেম্বর,শিলিগুড়িঃ
গত 24শে অক্টোবর শিলিগুড়ি শাস্ত্রী নগরে একটা বাড়ীতে চুরি হয়। 29 অক্টোবর তিন জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ,
ওই বাড়িতে চুরি হওয়া সমস্ত বিভিন্ন জিনিসপত্র, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ভ্যাকুম ক্লিনার, কুকার, লাইট, ফ্যান, আরো অন্যান্য জিনিসপত্র উদ্ধার সহ দুইজন গ্রেপ্তার হয়,
তিনজন চোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গতকাল ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো লক্ষাধিক টাকার পিতলের জিনিসপত্র বেশিরভাগ এলপিজি গ্যাসের ব্যবহার করা জিনিসপত্র উদ্ধার করা হয়, ধৃতদের নাম, সুমন সরকার ওরফে চিনডে, বাড়ি গৌরাঙ্গ পলি হায়দার পাড়া, বিট্টু পাল বাড়ি শিবরাম পল্লী হায়দার পাড়া, গুড্ডু সাহা বাড়ি দুর্গানগর।
রিসিভার দুজনের নাম আব্দুল হামিদ এবং সুবীর চাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here