৩০মার্চ,শিলিগুড়িঃ
পুলিশের অভিযানে সহযোগিতার জন্য শিলিগুড়ি কোচবিহার মাথাভাঙ্গা এই রুটের একটি বাসের তিন কর্মীকে সংবর্ধনা জানালো শিলিগুড়ি থানা।
চলতি মাসের 27 মার্চ শিলিগুড়ি জলপাই মোড়ে পুলিশ ও নির্বাচন কমিশনের নাকা চেকিংয়ে উদ্ধার হয় বিপুল পরিমানে গাঁজা।
সেই সাথে দুজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ। জানা যায় পুলিশের অভিযানের সময় পুলিশকে এই কাজে
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ওই বাসের চালক দেবাশীষ দাস, কন্ডাক্টর বাদল বিষ্ণু এবং খালাসী আবু বক্কর সিদ্দিক। তাদের এই সহযোগিতার জন্য আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পক্ষ থেকে ওই বাসের তিন কর্মীকে সংবর্ধনা জানানো হয়। এদিন শিলিগুড়ি থানায় আইসি সুদীপ চক্রবর্তী নিজের চেম্বারে ওই তিন বাস কর্মীকে মেমেন্টো, গিফট এবং মিষ্টির প্যাকেট হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানান।