১২অক্টোবর,শিলিগুড়িঃ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের গতকাল সকাল থেকে ভোট পর্ব শুরু হয়েছিল। টানটান উত্তেজনার মধ্যে ভোট গণনা শুরু হয় বিকেল পাঁচটা থেকে। এরপর 15 জনের নব নির্বাচিত কমিটি গঠন হলো। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন প্রমোদ গিরি ও অংশুমান চক্রবর্তী।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইরফান ই আজাম ও প্রসেনজিতের রাহা।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সব্যসাচী ভট্টাচার্য্য ও তারক সরকার।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন প্রসেঞ্জিত চৌধুরি। এক্সিকিউটিভ কমিটি কে জয়লাভ করেছেন, অভ্র বরণ চ্যাটার্জী, শুভদীপ রায় নন্দী, নারায়ণ সিংহ রায়, লক্ষ্মণ শীল, সঞ্চিতা আইচ, কমল তামাং, সন্দীপ কারনানী ও নিতাই সাহা। এই 15 জন জয় লাভ করে ক্লাবের উন্নতি ও সমস্ত সদস্যদের ভালো-মন্দ সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকার কথা জানিয়েছেন। বাংলার বার্তা নিউজ ওয়েব পোর্টাল এর পক্ষ থেকে জয় লাভ করে আসা সমস্ত সদস্যদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।