জলপাই মোড় ট্রাফিক গার্ডের নতুন অফিস উদ্বোধন হলো।
——————————
১৭নভেম্বর,শিলিগুড়িঃ
শিলিগুড়ির জলপাই মোড় ট্রাফিক গার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন হলো বুধবার সন্ধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা, ডিসিপি জয় টুডু, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
দুর্গাপুজো ও কালীপুজো ফেষ্টিভেলে যে সমস্ত পুলিশ কর্মীরা দৃঢ়তার সঙ্গে ভালো কাজ করেছেন তাদের সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা।