শিলিগুড়ি ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হল।

0
121

৪জুন,শিলিগুড়ি: মহা ধুমধাম করে ইসকন মন্দির শিলিগুড়িতে পালিত হলো ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব, দুধ, দই, ঘি, মধু, বিভিন্ন প্রকারের ফলের জুস দিয়ে অভিষেক করানো হলো, অগণিত ভক্ত বৃন্দরা স্নান করানোর সুযোগ পেয়েছেন প্রভু জগন্নাথ দেবকে। আজকে থেকে জগন্নাথ দেবে অনবসর লীলা ( ভক্ত বিন্দের দ্বারা স্নান করানোর পর জ্বর হয় তাই ১৫ দিন মন্দির বন্ধ থাকবে। আয়ুবেদিক ঔষধ দেওয়া হবে। এদিনের এই স্নানযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন, Sri Pradip Agarwal, Chairman CII North Bengal, Sri Ram Krishna Saha, Dr Soumen Chakraborty,Sri Binod Chowdhury. মন্দিরের সভাপতি শ্রী অখিল আত্মা প্রিয় দাস এবং ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here